spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বন্দরে গলায় ফাঁস দিয়ে শ্রমিকের আত্মহত্যা

নগরের বন্দর এলাকায় কর্মরত শ্রমিক মো. সোলায়মান (৬৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার বাড়ি পটিয়া উপজেলায়।

রোববার (২৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বন্দর থানাধীন মধ্যম গোসাইলডাঙ্গা ঠাণ্ডা মিয়া মসজিদের পিছনে হাজী মোহাম্মদ আলী কলোনির ৫ নম্বর রুমে তিনি আত্মহত্যা করেন।

সোলায়মানের ছেলে মো. জাহাঙ্গীর আলম বলেন, শনিবার থেকে বাবার কোনো খোঁজখবর না পাওয়ায় রোববার সকাল ৮টার দিকে তাঁর রুমে গিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। পরে বন্দর থানায় খবর দিলে এসআই মো. হাসানের সহায়তায় চমেক হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রয়েছে।

পাঁচলাইশ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, বেলা সাড়ে ১২টার দিকে বন্দর এলাকা থেকে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss