spot_img

২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘চাঁদের অমাবস্যা’ দিয়ে চলচ্চিত্রে ফিরছেন আসাদুজ্জামান নূর

বাংলাদেশের সাংষ্কৃতিক অঙ্গনে এক উজ্জ্বল নাম আসাদুজ্জামান নূর। মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন— কোন ধারাতে তিনি সফল হননি। আজকাল অভিনয়ে খুব একটা নিয়মিত নন তিনি। রাজনীতি, সমাজনীতি; নানামাত্রিক ব্যস্ততায় দিন কাটে। তবে চরিত্র ও গল্প পছন্দ হলে এখনো ক্যামেরার সামনে দাঁড়াতে ভালোবাসেন। এই যেমন দীর্ঘদিন পর আবারও নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

জানা গেছে, সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটির নাম ‘চাঁদের অমাবস্যা’। সিনেমাটি নির্মাণ করেছেন ‘মেঘমল্লার’খ্যাত নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। পাশাপাশি সিনেমাটির স্ক্রিপ্টও লিখেছেন এই নির্মাতা নিজেই। সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস থেকে নির্মিত হচ্ছে ‘চাঁদের অমাবস্যা’ সিনেমাটি। মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের নদীর চারপাশের মনোরম কিছু লোকেশনে এ চলচ্চিত্রের শুটিং হয়েছে। শুটিং শেষে বর্তমানে ডাবিং ও সাউন্ডের কাজ চলছে।

‘চাঁদের অমাবস্যা’-তে আসাদুজ্জামান নূর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, তনয়, দীপান্বিতা মার্টিন, শাহানাজ সুমিসহ আছেন আরও ক’জন শিশুশিল্পী ও স্কুলের শিক্ষকও।

উল্লেখ্য, টিভি নাটক কিংবা চলচ্চিত্রে জনপ্রিয়তা বেশি পেলেও আসাদুজ্জামান নূর অভিনয় শুরু করেন মঞ্চনাটক দিয়ে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss