spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সীতাকুণ্ডে দগ্ধ আরও তিনজনকে ঢাকায় নেয়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও তিনজনকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় দগ্ধ ১৯ জনকে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (৬ জুন) রাতে ওই তিনজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তিন ব্যক্তি হলেন- এনামুল (২৫), বদরুজ্জামান রুবেল (১৮) ও মো. সুমন (৩৪)।

প্রসঙ্গত, শনিবার (৪ জুন) রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আগুনে পুড়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ নিহত হয়েছেন ৪১ জন। এ ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য, ডিপোর কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকসহ প্রায় দুই শতাধিক।

দগ্ধদের সর্বশেষ অবস্থা জানতে চাইলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, আজ পর্যন্ত আমাদের এখানে চট্টগ্রামের ঘটনায় ১৯ জন এসেছেন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। বাকি ১৮ জন আমাদের এখানে চিকিৎসা নিচ্ছেন। ১৮ জনের মধ্যে চারজনের অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে আইসিইউতে পাঠানো হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss