চট্টগ্রামের লোহাগাড়ায় ২০০ পিস ইয়াবাসহ সাখাওয়াত হোসেন রুবেল (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুন) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা ডলুব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করে পুলিশ। আটককৃত রুবেল একই ইউনিয়নের বাঁশখালীয়া পাড়ার মোস্তাফিজুর রহমানের পুত্র।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেলকে আটক করি। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
চস/আজহার


