আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস। রক্তদানের ক্ষেত্রে আশাব্যঞ্জক উৎসাহের পরিস্থিতির মধ্যেই বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশে আজ বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস।
বিশ্বব্যাপী স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করতে প্রতিবছর দিবসটি পালিত হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘রক্তদান সংঘবদ্ধতারই প্রকাশ, এ কাজে যুক্ত হোন, জীবন বাঁচান।’
দিবসটি পালন উপলক্ষে চট্টগ্রামের সরকারি বেসরকারিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরমধ্যে সন্ধানী চট্টগ্রাম ইউনিটের উদ্যোগে নিয়মিত রক্তদাতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া চমেক হাসপাতালের ব্লাড ব্যাংকের উদ্যোগেও পালন করা হবে দিবসটি। বিভিন্ন আয়োজনে দিবসটি পালন করবে রেড ক্রিসেন্ট, লায়ন, কোয়ান্টামসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো।
চস/স


