হালদায় অভিযান চালিয়ে অবৈধ ১২ হাজার মিটার চর ঘেরা জাল, ২ টি ঠেলা জাল জব্দ করেছে নৌ পুলিশ। এছাড়াও এই সময়ে আনুমানিক ২ হাজার পিস চিংড়ি রেনু পোনা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) ভোর ৬ টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত হালদা নদীর উরকিরচর, ছায়ারচর, কচুখাইন ও হালদা নদীর মোহনার আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে হাটহাজারী থানার ইনচার্জ মো. এনামুল হক।
তিনি বলেন, ‘হালদা নদীর মোহনার আশপাশে অভিযান চালিয়ে নদীতে পাতানো অবস্থায় অবৈধ ১২টি চর ঘেরা জাল (প্রতিটি ১০০০ মিটার), ২ টি ঠেলা জাল ও অনুমানিক ২০০০ পিস চিংড়ি রেনু পোনা উদ্ধার করা হয়। চিংড়ি রেনু পোনা তাৎক্ষণিক নদীতে অবমুক্ত করা হয়।
চস/স


