spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মক্কায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ করতে গিয়ে আরও ২ হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৩ দিনে চার বাংলাদেশির মৃত্যুর তথ্য জানিয়েছে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক জানায়, শুক্রবার (১৭ জুন) মো. হেলাল উদ্দিন মোল্লা নামে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধ এবং রামুজা বেগম নামে কুমিল্লার এক নারী মক্কায় মারা যান। মৃত মো. হেলাল উদ্দিন মোল্লার বাড়ি জয়পুরহাটে।

তার আগের দিন নুরুল আমিন নামে নোয়াখালীর এক বৃদ্ধ মারা যান। ১১ জুন মারা যান জাহাঙ্গীর কবির (৫৯) নামে চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তি।

গত ৫ জুন থেকে সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই হজ হবে।

এবার সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পেয়েছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বুলেটিনে জানানো হয়, শুক্রবার পর্যন্ত ১৮ হাজার ৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৪হাজার ৬৫৬ জন।

এ পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৪৮টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৭টি, সৌদি এয়ারলাইন্স ১৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পাঁচটি ফ্লাইট পরিচালনা করে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss