spot_img

৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কবিতা: মানিয়ে চলা

ষোলোতে যার সাথে প্রেম হয়েছিলো,
তারসাথে সম্পর্ক টেকেনি।
আটারোতে যে আমাকে ভালোবেসে ছিলো,
তার সাথে বন্ধুত্ব ছাড়া কিছুই হয়নি।

বিশে যাকে ভালোবেসে ছিলাম,
সে এখন অন্যের প্রিয় জীবন সঙ্গী।
যাকে ভালোবেসে ছিলাম, তার সাথে বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা হয়েছিলো শুধু সংসার হয়ে উঠেনি।

আরও পড়ুন:- কবিতা: বিনা আমন্ত্রণে বৃষ্টি

তেইশে যখন মানসিক ভাবে শক্ত হতে শিখলাম,নিজেকে প্রস্তুত করলাম জীবন যুদ্ধের জন্য।
তখন আবার বিশের ভালোবাসা উঁকি দিলো।
এই ভালোবাসাকে উপেক্ষা করে একা যখন বাঁচতে শিখলাম।

পঁচিশে বিয়ে হলো, সংসার হলো, দায়িত্ব, কর্তব্য বাড়লো শুধু প্রেমটা আর হলোনা।

আটাশে যখন মা হলাম ভালোবাসা হলো,
তখন আর জীবন সঙ্গী হিসেবে বন্ধু পেলাম না।

ত্রিশে পাক্কা রাধুনি,ঘরকুনো বউ হলাম।
পাখির মতো উড়তে পারলা না।
সব কিছু থেকেও কোথাও যেনো আমি ছিলাম না হারিয়ে গেলাম।

যাকে ভালোবেসে ছিলাম
তাঁকে পাওয়ার অধিকার ছিলোনা,
যেখানে অধিকার ছিলো সেখানে ভালোবাসা ছিলো না শুধু ছিলো মেনে নিয়ে মানিয়ে চলা!!

তামান্না সুলতানা নিশি
শিক্ষার্থী, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss