spot_img

১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কক্সবাজারে অস্ত্রসহ আল ইয়াকিনের শীর্ষ নেতা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আল ইয়াকিনের শীর্ষ নেতা আবু-বক্কর ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনিরকে (৩৭) গ্রেপ্তার করেছে এপিবিএন-৮। এ সময় একটি দোনলা বন্দুক ও ১৫ হাজার ৪ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আল ইয়াকিনের শীর্ষ নেতা আবু-বক্কর ওরফে জমির হোসেন ক্যাম্প-৮ এর নুর মোহাম্মদের ছেলে।

শনিবার (১৬ জলাই) রাত সাড়ে ৮টায় উ‌খিয়া থানাধীন পালংখালী ইউপির ১ নম্বর বালুখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টায় একটি দোনলা বন্দুক ও ১৫ হাজার ৪০০ ইয়াবাসহ রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আল ইয়াকিনের শীর্ষ নেতা আবু-বক্কর ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আলোচিত ৬ মার্ডার ও রোহিঙ্গা মাঝি আজিমুল্লাহ হত্যাকাণ্ড আবু-বক্কর জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss