spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শাম্মী আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের পুনিয়াউট-উলচাপাড়া সড়কের নয়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাম্মী আক্তার জেলা শহরের কাউতুলী এলাকার কালন মিয়ার মেয়ে ও পশ্চিম পাইকপাড়ার হৃদয় মিয়ার স্ত্রী।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় শাম্মী তার স্বামীর বাড়ি জেলা শহরের পশ্চিম পাইকপাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে নয়নপুর নামক স্থানে চলন্ত অটোরিকশায় তার ওড়না পেঁচিয়ে যায়। এতে সে অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগী মারা গেছে। তাকে আমরা ইসিজি পরীক্ষা করে মৃত ঘোষণা করেছি।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss