spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জার্সি খুলে নারী ফুটবলারের উল্লাস, নেট দুনিয়া তোলপাড়

নারী ইউরোর অতিরিক্ত সময়ের গোলে ৫৬ বছরের শিরোপা ক্ষুধা মিটিয়েছে ইংল্যান্ড। এমন জয়ের পর বাঁধনহারা উৎসবই স্বাভাবিক। আর যার পায়ের জাদুতে স্বপ্ন সত্যি হলো, তার আনন্দ যে সীমাহীন হবে সেটাও অনুমেয়। তবে সেই আনন্দ-উচ্ছ্বাসের আতিশয্যে এমন একটা কাজ করে বসলেন ইংল্যান্ডের জয়সূচক গোলদাতা ক্লোয়ে কেলি, যা দেখে নেট দুনিয়া রীতিমত তোলপাড়।

ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত সময় শেষে জার্মানির সঙ্গে ১-১ সমতায় ছিল স্বাগতিক ইংল্যান্ড। অতিরিক্ত সময়ে গড়ানোর পরও দুই দলের কেউই এক অপরের গোলমুখ উন্মুক্ত করতে পারছিল না। তবে ম্যাচের ১১০ মিনিটে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ক্লোয়ে কেলির ডান পায়ের শটে হয় সেই আপাত অসাধ্য সাধন। বল ঠাঁই পায় রেকর্ড আটবারের ইউরোজয়ী জার্মানির জালে।

বল জালে জড়ানোর পরপরই নিজের জার্সি খুলে উন্মাতাল উদযাপনে মাতেন গোলদাতা কেলি। মাথার উপর জার্সি ঘোরাতে ঘোরাতে তিনি ছুটলেন ডাগআউটে থাকা কোচ সারিনা উইগম্যানের দিকে। দেশের হয়ে নিজের প্রথম গোলেই যদি লেখা হয় যায় ইতিহাস, তাহলে এমন বাঁধভাঙা উদযাপনের জন্য তাকে একেবারেই দোষ দেওয়া যায় না।

১৯৬৬ সালে ঘরের মাঠে পশ্চিম জার্মানিকে হারিয়ে প্রথম বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল ইংল্যান্ড। এরপর কেটে গেছে ৫৬ বছর, অনেকবার তীরে গিয়ে ডুবেছে তরী। জাতিগতভাবে ফুটবলে সাফল্যের মুকুটে ছিল ওই একটাই পালক। কেলিদের ইউরো জয়ের গল্পের সঙ্গে ইংল্যান্ডের সেই বিশ্বকাপ জয়ের অনেক মিল। ববি চার্লটন, ববি মুরদের মতো বেথ মিড-ক্লোয়ে কেলিরাও ট্রফি উঁচিয়ে ধরেছেন ঘরের মাঠে, প্রতিপক্ষ ছিল সেই জার্মানি।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss