ইউরোপীয় ক্লাব ফুটবলে আজকে রাতে আছে জমজমাট ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ২০২২-২৩ মৌসুমের উদ্বোধনী দিনে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, এসি মিলান, ম্যানচেস্টার সিটি, পিএসজি ও জুভেন্টাসের মতো হেভিওয়েট ক্লাবগুলো।
চ্যাম্পিয়ন্স লিগে আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্ব, চলবে ২ নভেম্বর পর্যন্ত। ১৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত দ্বিতীয় রাউন্ড, এরপর এপ্রিল ও মে মাসে হবে কোয়ার্টার ও সেমিফাইনাল। ১০ জুন হবে ফাইনাল।
বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে ডায়নামো জাগরেবের মুখোমুখি হবে চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড মোকাবেলা করবে কোপেনহেগেনের।
রাত একটায় একসঙ্গে শুরু হবে ৬ ম্যাচ। মুখোমুখি হবে বেনফিকা-মাক্কাবি হাইফা, আরবি জালসবুর্গ-এসি মিলান, সেল্টিক-রিয়াল মাদ্রিদ, আরবি লিপজিগ-শাখতার দোনেৎস্ক।
আজ সবচেয়ে বড় ম্যাচ পিএসজি আর জুভেন্টাসের। পার্ক ডি প্রিন্সেসে গ্রুপ ‘এইচ’ এর লড়াইয়ে মুখোমুখি হবে প্যারিস আর ইতালিয়ান দুই জায়ান্ট।
এছাড়া স্প্যানিশ দল সেভিয়ার মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ম্যাচটি হবে সেভিয়ার মাঠ রেমন সানচেজ পিজুয়ানে।
চ্যাম্পিয়ন্স লীগের আজকের ম্যাচ
জাগরেব-চেলসি ১০:৪৫ স্টেডিয়ন ম্যাকসিমির ডর্টমুন্ড-কোপেনহেগেন ১০:৪৫ সিগনাল ইদুনা পার্ক সালসবুর্গ-এসি মিলান রাত ১টা রেড বুল অ্যারেনা সেল্টিক-রিয়াল মাদ্রিদ রাত ১টা সেল্টিক পার্ক লাইপজিগ-শাখতার রাত ১টা অ্যারেনা (লাইপজিগ) সেভিয়া-ম্যান সিটি রাত ১টা র্যামন সানচেজ পিহুয়ান (স্পেন) পিএসজি-জুভেন্টাস রাত ১টা পার্কে দেস প্রিন্সেস বেনফিকা-ম্যাকাবি রাত ১টা দা লুজ (লিসবন)
চস/আজহার