বিশ্বকাপের বছরে আঁটসাঁট ইউরোপীয় ফুটবল সূচি। গত মৌসুমের চেয়ে প্রায় সপ্তাহখানেক আগেই এবার মাঠে গড়াল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের উদ্বোধনী দিনে দাপুটে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু হয়েছে ম্যানচেস্টার সিটি ও পিএসজিও। তবে ইউরোপীয় মৌসুমের প্রথম দিনেই হোঁচট খেয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতের ফলাফল
ডায়নামো জাগরেব ১ – ০ চেলসি
বরুশিয়া ডর্টমুন্ড ৩ – ০ কোপেনহেগেন
বেনফিকা ২ – ০ মাকাবি হাইফা
সেভিয়া ০ – ৪ ম্যানচেস্টার সিটি
সালজবার্গ ১ – ১ মিলান
সেল্টিক ০ – ৩ রিয়াল মাদ্রিদ
লাইপজিগ ১ – ৪ শাখতার দোনেৎস্ক
পিএসজি ২ – ১ জুভেন্টাস
চস/আজহার