spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মালদ্বীপ অলআউট ৬ রানে! বাংলাদেশ নারী দলের রেকর্ড জয়

একপেশে ভঙ্গিতে আরেকটি ম্যাচ জিতলো বাংলাদেশ নারী দল। চলতি এস এ গেমসে রেকর্ড গড়ে বাংলাদেশ নারী দল বৃহস্পতিবার ২৪৯ রানে হারিয়েছে মালদ্বীপ নারী দলকে। বাংলাদেশের ২ উইকেটে ২৫৫ রানের পাহাড়সম রানের জবাবে মালদ্বীপ গুটিয়ে যায় মাত্র ৬ রানে! জ্বি আপনি ভুল পড়ছেন না! ৬ রানে শেষ মালদ্বীপের ইনিংস!

ম্যাচে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের দুজন। মিডলঅর্ডারে নিগার সুলতানা ৬৫ বলে হার নামা ১১৩ রান করেন। চার নম্বরে ব্যাট করতে নামা ফারজানা হকের ব্যাট থেকে আসেন ৫৩ বলে অপরাজিত ১১০ রান। আর্ন্তজাতিক কোন টি- টোয়েন্টিতে এটাই বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলীয় রান। আর ২৪৯ রানের বিশাল এই জয়টাও আরেকটি রেকর্ড। এত বড় ব্যবধানে এই প্রথম কোন ম্যাচ জিতলো বাংলাদেশ!

শুধু তাই নয়, এই প্রথম কোন আর্ন্তজাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলের কেউ সেঞ্চুরি পেল। বাংলাদেশ পুরুষ দলের হয়ে আর্ন্তজাতিক টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। ২০১৬ সালে টি- টোয়েন্টি বিশ্বকাপে তামিম ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ভারতের ধর্মশালায়।

টানা দুই ম্যাচ জয়ী বাংলাদেশ নারী দল এই ম্যাচের আগেই ফাইনালে উঠে আসে। পোখরায় বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। দুই ওপেনার শামীমা সুলতানা ও সানজিদা ইসলাম দ্রæত ফিরে আসার পর ব্যাট হাতে নিগার সুলতানা ও ফারজানা হক রীতিমতো ঝড় তোলেন। ইনিংসের তৃতীয় ওভার থেকে তারা জুটি গড়ে শেষ পর্যন্ত ব্যাট করে যান। এই ১৭ ওভারে মালদ্বীপের ফিল্ডারদের শুধু একটাই কাজ ছিল- বল কুড়িয়ে আনা! নিগার সুলতানা ১৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬৫ বলে অপরাজিত ১১৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। ব্যাট হাতে গেমসে দারুণ ফর্মে থাকা ফারজানা হকও দুর্বল মালদ্বীপের বোলিং আক্রমণের সুবিধাটা ভালভাবে কাজে লাগান। ২০ বাউন্ডারিতে মাত্র ৫৩ বলে ফারজানা খেলেন হার না মানা ১১০ রান। বাংলাদেশ নারী দলের এই দুই ব্যাটার সবমিলিয়ে বাংলাদেশ ইনিংসের ১১৮ বল খেলেন! দলের বাকি দুই ওপেনার খেলেন ৯টি বল। মালদ্বীপ নারী দল সবমিলিয়ে অতিরিক্ত রান খরচ করে ২০। যেখানে সাতটি নো বল এবং ১০টি ওয়াইড। অর্থাৎ সবমিলিয়ে বাংলাদেশ দল ২২.৫ ওভার!

জবাব দিতে নামা মালদ্বীপ প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে বসে! তখনো স্কোরবোর্ডে তাদের রানের খাতায় জমা শূন্য! সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি তারা। ১২ ওভার পর্যন্ত খেলে। কিন্তু স্কোরবোর্ডে রান উঠে মাত্র ৬। সেই রানেই অলআউট মালদ্বীপ!

বাংলাদেশ দলের হয়ে রিতু ৩টি ও সালমা ২টি উইকেট পান।

বাংলাদেশ: ২৫৫/২ (২০ ওভারে, শামীমা ৫, সানজিদা ৭, নিগার সুলতানা ১১৩, ফারজানা হক ১১০, শাম্মা আলী ১/৩৪)। মালদ্বীপ: ৬/১০ (১২ ওভারে)। ফল: বাংলাদেশ নারী দল ২৪৯ রানে জয়ী।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss