spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বান্দরবানে ফুটবল ট্রফি ভাঙলেন ইউএনও

ফুটবল খেলা শেষে বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পুরস্কারের ট্রফি ভাঙার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ‍্যায় উপজেলার চৈক্ষ‍্যং ইউনিয়নের রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে এখন এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ ফুটবল টিমের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন আলীকদমের ইউএনও মেহরুবা ইসলাম। খেলার সমাপনী বক্তব্যের সময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে উপস্থিত জনগণের সামনে ট্রফি ভেঙে ফেলেন তিনি। পরে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এটি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, খেলা শেষে মাঠে ইউএনও যখন ট্রফি বিতরণের জন্য বক্তব্য রাখছিলেন তখন খেলোয়াড়রা ফলাফল নিয়ে হট্টগোল শুরু করে। এক সময় বক্তব্য দিতে গিয়ে ইউএনও অতিথি ও খেলোয়াড়দের সামনে ট্রফিগুলো ভেঙে ছুড়ে মারেন।

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম জানান, খেলা শেষে ফলাফল নিয়ে বিজয়ী ও বিজিত দলগুলোর খেলোয়াড়রা ক্ষুদ্ধ হয়ে উঠলে তাদের কথার প্রেক্ষিতেই ট্রফিগুলো ভেঙে ফেলেন তিনি।

উল্লেখ্য, আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ইউএনও’র অপসারণের দাবিতে এক বিক্ষোভ মিছিল হবে বলে জানা গেছে।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss