spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ট্রফি ভাঙা সেই ইউএনওকে বদলি

বান্দরবানে ফুটবল খেলার ট্রফি ভাঙার ঘটনায় আলোচিত আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুবা ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাঠ প্রশাসন শাখার প্রজ্ঞাপনে ওই ইউএনওর বদলির আদেশটি প্রকাশ করা হয়েছে।

ওই আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহবুবা ইসলামকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের কথাও বলা হয়। তবে কি কারণে তাকে বদলি করা হয়েছে এ বিষয়ে ওই চিঠিতে কিছু জানানো হয়নি।

বান্দরবানের জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ছাদেক আলীকদম ইউএনওকে বদলি করার কথা স্বীকার করেছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় আলীকদম উপজেলার চৈক্ষ্যং আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ভেঙে ফেলেন ইউএনও মেহরুবা ইসলাম। পরে ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ইউএনওকে নিয়ে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় ইউএনও’র প্রত্যাহার চেয়ে শনিবার আলীকদমে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss