spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

লোহাগাড়ায় মাদক বিক্রি করায় দুই যুবককে কারাদণ্ড

লোহাগাড়ায় মাদকসেবন ও বিক্রি করার দায়ে দুই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাদেরকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাতে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদীঘি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. আরিফ (২৩), মোরশেদ আলম (২৭)। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলায়।

এসময় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান, এস আই মোজাম্মেল হোসেন, পুলিশ সদস্য, স্থানীয় চেয়ারম্যান ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ বলেন, দেশি চোলাই মদ সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় মদসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকসেবন ও বিক্রির বিষয়টি প্রমাণিত হয় এবং ভ্রাম্যমাণ আদালতে তারা দোষ স্বীকার করে।

তিনি আরও বলেন, তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। সাজা কার্যকরের জন্য জেলহাজতে প্রেরণের নিমিত্ত লোহাগাড়া থানায় সোপর্দ করা হয়।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss