আজ পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২২ তম আসরের। বিশ্বকাপের প্রায় একমাস সারা বিশ্বের দর্শকের নজর থাকবে টেলিভিশনের দিকে।
আজ থেকে শুরু হয়ে কাতার বিশ্বকাপ চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ৩২ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপের ম্যাচগুলো মোট ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এবারের বিশ্বকাপ ফুটবল বাংলাদেশে দেখাবে বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টস, গাজী টিভিতে। এ ছাড়া অনলাইনেও দেখা যাবে খেলা। বাংলাদেশভিত্তিক অ্যাপ টফিতে দেখা যাবে খেলা। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে উপভোগ করা যাবে বিশ্বকাপের খেলাসমূহ।
চস/আজহার