কাতার বিশ্বকাপের আজ (২৩ নভেম্বর) চতুর্থ দিন। আজ মাঠে গড়াবেও চারটি খেলা। এবারের আসরে আজই প্রথম মাঠে নামছে ইউরোপের ৪ জায়ান্ট দল। এদের মধ্যে আছে বর্তমান রানার আপ ক্রোয়েশিয়া, সাবেক চ্যাম্পিয়ন জার্মানী ও স্পেন এবং রেড ডেভিল খ্যাত বেলজিয়াম।
আজ ই আর এফ গ্রুপের ৪টি খেলা আছে। প্রথম খেলায় বিকাল ৪টায় মুখোমুখি হবে বর্তমান রানার আপ ক্রোয়েশিয়া ও মরক্কো। দু দলের মুখোমুখি একমাত্র লড়াইয়ে আগের বার ক্রোয়েশিয়া জয় পেয়েছিল। তবে হাকিমি আর জিয়েখদের বিরুদ্ধে আজকের ম্যাচ যে সহজ হবে না সেটা লুকা মদ্রিচরা ভালোই জানেন।
সন্ধ্যা ৭টায় পরের ম্যাচে মাঠে নামবে জাপান ও জার্মানী। এশিয়ান জাপানের বিরুদ্ধে আজ মাঠে নামবে তরুণ এক জার্মান দল। বিশ্বকাপে সবসময় ভয়ঙ্কর জার্মানীর মুখোমুখি হওয়া জাপান যে সহজে ছেড়ে দিবেনা তা বলার অপেক্ষা রাখেনা। তাদের কাছে গত বিশ্বকাপের কোরিয়ান অনুপ্রেরণার গল্পও আছে।
ই গ্রুপের আরেক ম্যাচে রাত ১০টায় খেলবে স্পেন আর কোস্টারিকা। এনরিকের স্পেন এবার পুরোপুরি তারুণ্য নির্ভর। মাত্র ৩-৪ জন অভিজ্ঞ খেলোয়াড় সাথে প্রায় পুরো নতুন একটা দল নিয়ে এবার তারা এসেছে বিশ্বকাপে। দ্বিতীয় রাউন্ডে যাবার দৌড়ে আজ তাই দলটি চাইবে জয় নিশ্চিত করে কাজ কিছুটা এগিয়ে রাখতে।
আরো পড়ুন: অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা ফ্রান্সের
দিনের শেষ ম্যাচে মাঠে নামবে বেলজিয়াম এবং কানাডা। এফ গ্রুপের এই ম্যাচে ডি ব্রুইনা-হ্যাজার্ডদের সহজ জয়ের পক্ষেই সকলের বাজি।
চস/এস