রেকর্ড ৫ বার বিশ্বকাপ জয়ী ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের বিশ্বকাপ আজ (২৪ নভেম্বর) শুরু হচ্ছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে নেইমার-সিলভারা।
২০১৮ সালে বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপ শেষ করা নেইমাররা গত বিশ্বকাপেও সার্বিয়ার বিপক্ষে খেলেছিল। ইউরোপের দেশটির বিপক্ষে সেই মোকাবিলায় ব্রাজিল ২-০ গোলে জয়লাভ করে।
এবার বিশ্বকাপে শিরোপা প্রত্যাশী জার্মানি আর আর্জেন্টিনা ইতোমধ্যে অঘটনের স্বীকার হয়েছে। তাই র্যাংকিংয়ে ২০ ধাপ পিছিয়ে থাকা সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক তিতের শিষ্যরা।
এবার শিরোপার অন্যতম দাবীদার সেলেকাওরা এসছে দূর্দান্ত আক্রমণভাগ নিয়ে। দলের আক্রমণে নেতৃত্ব দিবেন নেইমার, সাথে আছেন ভিনিসিয়াস, রিচারলিসন, রাফিনহা, এন্থনি, জেসুসরা।
দলের মধ্যমাঠও বেশ শক্তিশালী। সাথে গোলকিপিংয়ে আছেন বিশ্বের অন্যতম সেরা দু’জন, এলিসন ও এডারসন।
তবে ব্রাজিলের রক্ষণভাগ অনেক ভক্তের দুশ্চিন্তার কারণ। দুই উইংয়ে বিশ্বমানের খেলোয়াড় না থাকা আর সেন্টারব্যাকে বয়ষ্ক খেলোয়াড় থাকায় রক্ষণভাগকে পুরোপুরি শক্তিশালী বলা যাচ্ছেনা।
নেইমাররা আজকের ম্যাচে কোনোভাবে হোঁচট খেলে সামনের পথ আরো কঠিন হতে পারে। কারণ তাদের পরবর্তী দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন। আজ তাই দেশটি চাইবে প্রথম খেলা জিতে রাউন্ড অফ সিক্সটিন এর পথ কিছুটা সহজ করতে।
সম্ভাব্য একাদশ: এলিসন (গোলরক্ষক), দানিলো, সিলভা, মারকুইনোস, সান্দ্রো, কাসিমিরো, ফ্রেড, নেইমার, রাফিনহা, ভিনিসিয়াস, রিচারলিসন।
চস/স