spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিএনপিকে হেয় করতে রাজাকারের তালিকা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজাকারদের তালিকা সম্পর্কে বলেছেন, বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় করতেই রাজাকারদের তালিকা করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল সকালে রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে রাজাকারদের প্রকৃত তালিকা প্রকাশের দাবি জানান। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সে তালিকায় জিয়াউর রহমানের সময়কার মন্ত্রীসহ বিএনপির অনেকের নাম আছে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার নিজের রাজনৈতিক প্রয়োজনে হীন উদ্দেশ্য নিয়ে তালিকা তৈরি করেছে। আজকে বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার না করে এত দিন পর প্রকাশ করেছে, তা কতটুকু সঠিক হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়।’ আরেক প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘এই তালিকা করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। আমাদের দাবি হচ্ছে, প্রকৃত তালিকা নির্ধারণ করা। সেটা একমাত্র মুক্তিযোদ্ধারাই করতে পারেন। জিয়াউর রহমানের দলই সেটা করতে পারে।’ এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সামনে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘স্বাধীনতার মূল চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা। একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা। দুর্ভাগ্যের কথা, আজকে এ দেশ সম্পূর্ণ গণতন্ত্রবিহীন হয়ে পড়েছে। এ দেশে আজকে মানুষের কোনো অধিকার নেই, ভোটের অধিকার নেই। সমস্ত গণতান্ত্রিক অধিকার হরণ করে নেওয়া হয়েছে।’ দুর্নীতি মামলায় দন্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে থাকা নিয়েও আক্ষেপ করেন দলটির মহাসচিব। তিনি বলেন, দীর্ঘ ৯ বছর তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আপসহীনভাবে। তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন জনগণের ভোটে। আজকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন বলে নির্মমভাবে, অন্যায়ভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে তাকে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss