spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দেশের সর্বনিন্ম তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৬.৫

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা। হিম শীতল বাতাস আর ঘন কুয়াশায় তাপমাত্রা আরও কমেছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জানা গেছে, সকালেও সূর্যের দেখা নেই। হিমেল হাওয়ায় ঠাণ্ডার মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে বিপর্যস্ত অবস্থায় রয়েছে এ এলাকার মানুষ। ভোরে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছে খেটে খাওয়া মানুষ। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীরে একটু উষ্ণতা দেয়ার চেষ্টা করেছেন তারা। এ ছাড়া ভোরে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss