রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার রাশিয়ার উপর চাপ প্রয়োগ করার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আবেদন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সেই সঙ্গে আগামী এপ্রিলে সফর করবেন বলে শনিবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও নিজের অবস্থান জানিয়েছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন। প্রতিবেশী ইউক্রেনে পরাশক্তি রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ পর মস্কোর সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠতার কারণে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের পক্ষ থেকে বেশ চাপে আছে মহাপ্রাচীরের দেশটি।
এর আগে বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বার্তায় ১২ দফা তুলে ধরে নিজের অবস্থান আবারও স্পষ্ট করেছে দেশটি। এরপর পরই শনিবার এ সফরের ঘোষণা দেন ম্যাক্রোঁ।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, চীনকে অবশ্যই রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে আমাদের সাহায্য করতে হবে যাতে তারা কখনই রাসায়নিক বা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে।
চীনের শান্তি প্রস্তাবে রাশিয়া এবং ইউক্রেনকে শান্তি আলোচনায় বসতে এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। চীনের প্রস্তাবকে যথেষ্ট ইতিবাচক বলে মনে করছেন ফরাসি প্রেসিডেন্ট।
যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার বিরুদ্ধে অবস্থা নিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে ফ্রান্স। একইসঙ্গে সংকট নিরসনে আলোচনাও চালিয়ে আসছে দুই দেশের সরকারের সঙ্গে। কিন্তু এখন পর্যন্ত কিয়েভ-মস্কো কেউই যথাযথ উদ্যোগ নেয়নি।
চস/স


