spot_img

২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কক্সবাজারে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ হোসেন ওরফে কালা বদ্দা (৪৫) নামে এক রোহিঙ্গা নেতাকে (হেড মাঝি) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ মার্চ) সকালে উখিয়া কুতুপালং ক্যাম্প-২ ইস্টে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা নেতা সৈয়দ হোসেন উখিয়া উপজেলার কুতুপালং-২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন উর রশিদ।

তিনি বলেন, সৈয়দ হোসেন সকালে ঘর থেকে বের হন। আরসা নামধারী একদল দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে।

উখিয়ার বালুখালী কতুপালং ক্যাম্প-২ ইস্টের বাসিন্দা আলী হোসাইন জানান, হেড মাঝি ক্যাম্পে আরসা বিরোধী অবস্থানে সোচ্চার ছিলেন। সে কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হয়েছে। ফলে ক্যাম্পগুলোতে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss