spot_img

২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সফরে এসে এখনও পর্যন্ত কোনো ম্যাচে টস জিততে পারেনি ইংলিশ অধিনায়ক জস বাটলার। ওয়ানডের সিরিজ এবং প্রথম টি-টোয়েন্টির মত ঢাকায় এসে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও তিনি টস হারলেন। যথারীতি ভাগ্যের কয়েন নিক্ষেপে জিতলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

টি-টোয়েন্টিতে টস জয় মানেই ফিল্ডিং। বিশেষ করে উপমহাদেশের কন্ডিশনে এটা যেন স্বতঃসিদ্ধ। সুতরাং টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন ইংল্যান্ড অধিনায়ক বাটলারকে।

প্রথম টি-টোয়েন্টিতেও টস জিতেছিলো বাংলাদেশ। টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে শুরুতে দারুণ সূচনা করেছিলো ইংরেজরা। কিন্তু শেষ দিকে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে ১৫৬ রনে থেমে যায় ইংল্যারন্ড।

জবাব দিতে নেমে শুরুতে লিটন-রনি মিলে ভালো সূচনা এনে দেন। এরপর নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয়ের দৃঢ়তা বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়। এরপর ফিনিশিং টানেন সাকিব এবং আফিফ হোসেন ধ্রুব।

বাংলাদেশ একাদশ
রনি তালুকদার, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ
ফিল সল্ট, ডেভিড মালান, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), বেন ডাকেট, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, জোফরা আরচার।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss