spot_img

২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অস্কারে সেরা চলচ্চিত্র ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’

সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি সেরা সিনেমার অস্কারও জিতেছে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’।

আজ সোমবার (১৩ মার্চ) ৯৫ তম অস্কারের আসরে এ পুরস্কার জিতে নেয় সাই-ফাই ঘরানার সিনেমাটি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর।

এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ব্র্যান্ডন ফ্রেজার। তিনি ‘দ্য হোয়েল’ সিনেমার জন্য পুরস্কারটি পেয়েছেন। অন্যদিকে ‘এভিরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পদক জিতেছেন মিশেল ইয়ো।

এছাড়া ‘এভিরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার জন্য পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা-অভিনেত্রীর অস্কার জিতে নিয়েছেন কে হুই কুয়ান ও জেইমি লি কুর্তিস।

‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে এবার অস্কার জিতে নিয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’।

এবার একাডেমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের এই আয়োজন উপস্থাপনা করেন তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss