spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঘন কুয়াশায় ভার্জিনিয়ার সড়কে গাড়ির স্তুপ – আহত অর্ধশতাধিক

ঘন কুয়াশায় ঢাকা পড়ে গেছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ভার্জিনিয়ার সড়ক। এমন পরিস্থিতিতে দৃষ্টিসীমা কমে যাওয়ায় ৬০টির বেশি চলন্ত গাড়ি একটি আরেকটির সঙ্গে ধাক্কা খেয়ে স্তুপ হয়ে গেছে। এতে আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ, যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় রোববার সকাল আটটার দিকে ভার্জিনিয়ার উইলিয়ামসবার্গের ৬৪ ইন্টারস্টেটের কাছে এ দূর্ঘটনা ঘটেছে। বরফশীতল পরিস্থিতির সঙ্গে ঘন কুয়াশা যুক্ত হয়ে এমন ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে। তবে দূর্ঘটনার প্রকৃত নকারণ অনুসন্ধান করতে শুরু করেছে কর্তৃপক্ষ।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ফুটেজে রাস্তায় গাড়িগুলো একটা আরেকটার ওপর উঠে থাকতে দেখা গেছে। উদ্ধারকারী দলকে সতর্কতার সঙ্গে গাড়িগুলো টপকে আহতদের শশ্রুষা দিতে দেখা যায়।
গাড়ির স্তুপের কারণে বেশ কয়েক ঘন্টা সড়কটি বন্ধ রাখা হয়। এতে যান চলাচলে বিঘ্ন তৈরি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সূত্র: বিবিসি

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss