spot_img

৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে

চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে বৃষ্টি আর থামেনি। আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচটি তাই ভেসে গেছে।

মঙ্গলবার ২৪৭ রানের লক্ষ্যে খেলতে নামা আয়ারল্যান্ডের ইনিংসের ১৭তম ওভারে বৃষ্টি হানা দেয়। তাতে বন্ধ হয়ে যায় ম্যাচ। তখন পর্যন্ত আইরিশদের সংগ্রহ ১৬.৩ ওভারে ৬৫/৩।

টস হেরে এদিন প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। মুশফিক ৭০ বলে ৬১, নাজমুল হোসেন শান্ত ৬৬ বলে ৪৪ রানের ইনিংস উপহার দেন। ২৭ রান করে আসে মেহেদী হাসান মিরাজ ও তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে। সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ২০ রান। সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৬ রানের পুঁজি পায় বাংলাদেশ।

আয়ারল্যান্ডের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন জশ লিটল। ২টি করে উইকেট নেন মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হিউম।

মূলত বৃষ্টির শঙ্কায় আয়ারল্যান্ড নিজেদের মাঠে খেলছে না। সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। এই সিরিজের তিনটি ম্যাচই যদি জিততে পারে আইরিশরা, তবে সরাসরি এবারের ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে তারা। কিন্তু বৃষ্টি সেটা হতে দিল না। এখন বাছাই পর্ব খেলতে হবে তাদের।

ফলে দক্ষিণ আফ্রিকার সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হলো। বাংলাদেশের আগেই সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে আছে।

একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ আগামী শুক্র ও রবিবার।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss