spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাতে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই ম্যানচেস্টার

লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে আজ (শনিবার) ইতিহাসের রাত। এফএ কাপের ফাইনালে মুখোমুখি দুই ম্যানচেস্টার। ‘ম্যানচেস্টার ডার্বি’ মানেই তো বাড়তি উম্মাদনা। তার সঙ্গে আবার যোগ হয়েছে ট্রফির লড়াই।

এবারই প্রথমবারের মতো এফএ কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে নতুন ইতিহাসও লেখা হয়ে যাচ্ছে আজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

এফএ কাপে শেষবার ‘ম্যানচেস্টার ডার্বি’ হয়েছিল ২০১১ সালে। সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই ম্যানচেস্টার। ইয়াইয়া তুরের একমাত্র গোলে ম্যান ইউকে হারিয়ে দীর্ঘ ৩০ বছর পর এফএ কাপ ফাইনালে উঠেছিল ম্যান সিটি। সে বছর চ্যাম্পিয়নও হয়েছিল তারা।

এবারও ম্যানচেস্টার সিটি দুর্দান্ত ফর্মে রয়েছে। গত ছয় মৌসুমের মধ্যে পাঁচবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা দলটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছে। পেপ গার্দিওলার শিষ্যদের সামনে এখন লক্ষ্য ‘ট্রেবল’।

মৌসুমে এরইমধ্যে একটি ট্রফি জিতেছে সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে গার্দিওলার দল। তিন নম্বরে থেকে শেষ করেছে ম্যান ইউ। তারাও দুর্দান্ত ছন্দে রয়েছে। এফএ কাপের মতো ঐতিহ্যের ট্রফি জেতাই লক্ষ্য দুই ম্যানচেস্টারের।

ম্যান সিটি বলতেই এখন চলে আসে তরুণ স্ট্রাইকার আর্লিং হালান্ডের নাম। ইংলিশ ফুটবলে অভিষেক মৌসুমেই তাক লাগিয়ে দিয়েছেন এই নরওয়েজিয়ান। এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বাড়তি চ্যালেঞ্জ হালান্ডকে আটকানো।

ম্যান সিটির ক্ষেত্রে বলা যায়, দলে সেই অর্থে বড় কোনও চোট সমস্যা নেই। সামান্য ধোঁয়াশা ম্যানুয়েল আকাঞ্জিকে নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা ভেবে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে গোলকিপার এডারসনকে। তার জায়গায় খেলতে পারেন স্টেফান ওর্তেগা।

এরিক টেন হ্যাগের ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য কিছুটা চিন্তায়। এই ম্যাচে অ্যান্টনি স্যান্টোসকে পাওয়া যাবে না। চোটের জন্য বাইরে লিজান্দ্রো মার্টিনেজও। সিটির সামনে তাই কঠিন পরীক্ষাতেই পড়বে রেড ডেভিলসরা।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss