spot_img

১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মারমুখী ব্যাটিংয়ে শান্তর সেঞ্চুরি

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে মারমুখী ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। তার আগ্রাসী ব্যাটিংয়ে চাপে পড়েছে আফগানিস্তান। ১১৮ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।

এদিকে মাহমুদুল হাসান জয়ও অর্ধশতক পূর্ণ করেছেন। তাদের চোখ ধাঁধানো ব্যাটিং বেশ দাপটের সঙ্গে আফগান বোলারদের মোকাবিলা করছে।

বুধবার (১৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে একমাত্র টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান।

নিজেদের ৭০০তম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমে প্রথম ওভারটা ভালোভাবেই পার করেছিলেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ওভারে স্ট্রাইকে গিয়েই প্রথম বলে হোঁচট খেয়েছেন ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফেরা জাকির হাসান। আফগানদের হয়ে অভিষিক্ত পেসার নিজাত মাসুদের বলে খোঁচা দিয়েই তিনি উইকেটরক্ষকের তালুবন্দী হয়েছেন।

দলীয় ৬ রানের মাথায় ব্যক্তিগত দুই রানে সাজঘরে ফিরে যান তিনি। তবে শুরুর সেই ধাক্কা দারুণভাবে কাটিয়ে উঠেছেন মাহমুদুল হাসান জয় আর নাজমুল হোসেন শান্ত। তাদের ব্যাটিংয়ে ভর করে এগিয়ে যাচ্ছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১৯৭ রান। নাজমুল হোসেন শান্ত ১১০ রান ও মাহমুদুল হাসান জয় ৬৬ রানে ব্যাট করছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss