সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ৯ উইকেটের লজ্জাজনক হার বরণ করে চারটি ম্যাচের সবকটিতেই বাজেভাবে হেরে ধুকছে সালমা-জাহানারারা। সবমিলিয়ে বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের সফরটা এখনো অবধি সুখকর হয়ে উঠেনি।
সোমবার (০২ মার্চ) বাংলাদেশ ভোর ৬টায় শুরু হওয়া ম্যাচে নির্ধারিত ওভার শেষে ৮ উিইকেট হারিয়ে মাত্র ৯১ রান করতে সক্ষম হয়। মামুলি টার্গেটে খেলতে নেমে মাত্র এক উইকেট খুইয়ে ২৭ বল হাতে রেখেই জয় বন্দরে পৌঁছে যায় লঙ্কান মেয়েরা।
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচেই ১৮ রানে হারে তারা। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানে পরাজিত হয়। তৃতীয় ম্যাচটি জিততে পারত কিন্তু ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে হারে ১৭ রানে। সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে তো পাত্তাই পায়নি; হেরেছে ৯ উইকেটে!
চস/সোহাগ