spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

খুলনায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ছাত্রলীগ নেতা

খুলনায় দুই গ্রুপের সংঘর্ষে কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান ওরফে রাসেল নিহত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজ সোমবার সকালে তার মৃত্যু হয়।

এর আগে গতকাল রোববার বিকেলে কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের বাইলহারানিয়া এলাকায় নির্মাণাধীন ব্রিজের কাজ করাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং রাসেলসহ বেশ কয়েকজন আহত হন।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার উপজেলার বাতিকাটা খালের উপর নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ চলছিল। স্থানীয় হাফিজুর রহমানের তিন ছেলে তুহিন (৪০), বাবু (৩৭) ও মিলন (৩০) বেলা ১১টার দিকে ঘটনাস্থলে এসে শ্রমিকদের ঢালাই বন্ধ করতে বলেন। একপর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসে বিষয়টি মীমাংসা করেন। এরপর বিকেল ৪টার দিকে কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান ওরফে রাসেল ও তার সঙ্গীরা ঘটনাস্থলে এলে উত্তেজনা শুরু হয়।

এক পর্যায়ে দুইগ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে রাসেল, ইয়াছিন আরাফাত (১৯), রাজু (২২), আবদুল্লাহ (২৯), আবুল হাসান (২০), সেলিম (৩২), তুহিন হোসেন ও মিলনসহ বেশ কয়েকজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করে। পরে অবস্থার অবনতি হলে আহতদের মধ্যে রাসেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss