spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলা আদালতের কার্যতালিকা থেকে বাদ

আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা। মামলার অগ্রগতি প্রতিবেদন শুনানি করেননি হাইকোর্ট।

এর আগে বুধবার সকালে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার অগ্রগতি তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন।
সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আদালতে হলফনামা আকারে দাখিলের জন্য র‌্যাবের পক্ষ থেকে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss