spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এশিয়া কাপে আজ মুখোমুখি পাকিস্তান-ভারত

এশিয়া কাপে আজ চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে। ক্রিকেট সমর্থকদের কাছে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এক অন্যরকম উন্মাদনা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন গাজী টিভি, টি-স্পোর্টস এবং স্টার স্পোর্টস ১।

পাকিস্তান ইতিমধ্যেই প্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে। জয়ের সে ধারা অব্যাহত রাখার লক্ষ্যে মাঠে নামবে পাকিস্তান। অন্যদিকে এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ আজ। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় তারাও। তবে দু’দলের প্রতিপক্ষ হয়ে ওঠতে পারে বৃষ্টি। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (আজ) ক্যান্ডিতে মুষলধারে অবিরাম বর্ষণ হতে পারে। স্থানীয় সময় বিকেল ৩টায় যখন ম্যাচটি শুরু হবে তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮০%।

এশিয়া কাপের এই মহারণের আগে কিছুটা হলেও এগিয়ে পাকিস্তান। আইসিসি র‍্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দল পাকিস্তান প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছে। তাদের পেস অ্যাটাক যথেষ্ট সমীহ করার মতো। পাকিস্তানের দল সাজানো নিয়ে চিন্তা না থাকলেও একাদশ নিয়ে চিন্তার ভাঁজ ভারতের কপালে। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হবার পরও দলে নেয়া হয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলকে। মিডল অর্ডারে কে কোন পজিশনে খেলবে সেটা গতকালও নিশ্চিত করা হয়নি।

এশিয়া কাপে দু’দলের লড়াইয়ে অবশ্য এগিয়ে ভারত। দু’দলের ১৩টি ম্যাচের মধ্যে ৭টি জিতেছে ভারত। বিপরীতে ৫ জয় পাকিস্তানের। ১টি ম্যাচে কোনো ফল হয়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss