spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাতামুহুরী নদী থেকে সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে মহসিন ভুট্টু (৪৭) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন মাতামুহুরী ব্রীজের উত্তর পাশে পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ পানিতে ভাসমান দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ভুট্টুর লাশ উদ্ধার করে। মহসিন ভুট্টু চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, মহসিন ভুট্টু সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন। বেশ কয়েক বছর আগে চাকুরি থেকে অবসর নেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়। শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss