spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

লঙ্কানদের আইকনিক সমর্থক ‘আঙ্কেল পার্সি’ আর নেই

চলতি বিশ্বকাপে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই শ্রীলঙ্কা। গতকাল রাতে হেরেছে আফগানদের সাথে। এরইমধ্যে লঙ্কান ক্রিকেটে আরেকটা দুঃসংবাদ। সোমবার প্রয়াত হয়েছেন দেশটির ক্রিকেটের আইকনিক সমর্থক পার্সি আবেসেকেরা। অবশ্য আফগানদের কাছে হার আর দেখা হয়নি পার্সি আবেসেকেরার।

শ্রীলঙ্কা ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক ছিলেন এই পার্সি আবেসেকেরা। সেই যৌবন থেকে বার্ধক্য- বছরের পর বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতায় শ্রীলঙ্কার ম্যাচ মানেই মাঠে সমর্থন দিতে হাজির থাকতেন পার্সি। বয়সের ভারও তাকে কাবু করতে পারেনি। লঙ্কান ক্রিকেটের প্রথম সুপার ফ্যান ছিলেন। দেশে-বিদেশে যেখানেই শ্রীলঙ্কা খেলতে যেতো, হাজির হয়ে যেতেন পার্সি আবেসেকেরা।

গতকাল সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন এই ক্রিকেট অনুরাগী। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট মহলে। পার্সি আবেসেকেরা গোটা বিশ্বেই ‘আঙ্কেল পার্সি’ নামে পরিচিত ছিলেন।

‘আঙ্কেল পার্সির’ প্রয়াণে শোকস্তব্ধ শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটারেরাও। সনাৎ জয়াসুরিয়া, অর্জুন রাণাতুঙ্গা, কুমার সাঙ্গাকারা শোকবার্তা পাঠিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডেও শোক জানিয়েছে। শোকবার্তা পাঠিয়েছে বিসিসিআইও।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss