spot_img

২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বলিভিয়া

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সেই জেরে দেশটির সঙ্গে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া। মঙ্গলবার (৩১ অক্টোবর) দেশটির সরকার এ ঘোষণা দেয়।

বুধবার (১ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গাজায় ইসরায়েলের হামলাকে ‘আক্রমণাত্মক ও অসামঞ্জস্যপূর্ণ’ সামরিক পদক্ষেপ হিসেবে অ্যাখ্যা দিয়েছে বলিভিয়া।

বলিভিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি বলেন, গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ করছে ইসরায়েল। এ ধরনের কর্মকাণ্ড মোটেও গ্রহণযোগ্য নয়।

শিগগিরই গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। সেই সঙ্গে সেখানে ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছে তারা। নিজেরাও সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

ফিলিস্তিনে হামলার জেরে ল্যাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বলিভিয়া। এছাড়া গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে কলম্বিয়া ও ব্রাজিল।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নাগরিক নিহত হন।

এরপর থেকে গাজায় অনবরত বোমা বর্ষণ করছে ইসরায়েলের বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৩ সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss