মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ফরিদ আহম্মদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বিএসআরএম এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমজাদ হোসেন।
নিহত ফরিদ আহম্মেদ ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিএসআরএমের উত্তর পাশে চেয়ারম্যান রোডের মুখে রেললাইনের পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। ট্রেনের ধাক্কায় বৃদ্ধ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
চস/স


