চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আজও দুই দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দালালরা হলো- চন্দনাইশ উপজেলার কাড়ালা এলাকার মৃত হাছি মিয়ার ছেলে রফিক (৩৫) ও নগরীর নিউমার্কেট এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ভাসমান মো. মনসুর (৩৫)।
রবিবার (২১ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক।
তিনি জানান, আজ দুপুর সোয়া ১২টায় হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সামনে থেকে রফিক ও মনসুর নামে দুই দালালকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
চস/স