spot_img

২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সাতকানিয়ায় কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি, জরিমানাসহ গাড়ি জব্দ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দেওদিঘী বাজারে লাইসেন্স বিহীন সিএনজি ফিলিং স্টেশন স্থাপন করে কাভার্ডভ্যান থেকে সরাসরি সিএনজি অটোরিকশাতে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস বিক্রির দায়ে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় গ্যাস প্রদানে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।

সোমবার (২২ জানুয়ারি) সকালে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

এসময় তিনি বলেন, লাইসেন্স ব্যতীত ভ্রাম্যমান সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ডভ্যান থেকে সরাসরি সিএনজি অটোরিকশাতে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস বিক্রির সময় উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ধর্মপুর, ১নং ওয়ার্ডের গোলাম নবীর ছেলে মোক্তার আহমদ (৪৭) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এসময় ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস বিক্রির দায়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর আওতায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একইসাথে সিএনজি সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যানটি আটক করে পুলিশ হেফাজতে প্রদান করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss