spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিতে চান তাসকিন

চলতি বিপিএলে বেশ ভালো রিদমেই রয়েছেন তাসকিন আহমেদ। তবে কাঁধের সেই চোট থেকে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। এমন অবস্থা নিয়েই সর্বশেষ বিশ্বকাপেও খেলেছেন। শারীরিক ধকল কমাতে নিজেকে টেস্ট ফরম্যাট থেকে সরিয়ে নিতে চান তাসকিন। টেস্ট ক্রিকেটে না রাখার অনুরোধ জানিয়ে ইতোমধ্যে তিনি বিসিবিকে চিঠি দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তাসকিনের চিঠির বিষয়ে তিনি ক্রিকবাজকে বলেছেন, ‘তাসকিন চিঠি দিয়ে জানিয়েছে, সে আর লংগার ভার্সনের (টেস্ট) ক্রিকেট খেলতে চায় না।’

বিপিএলের চলতি আসর শেষ হওয়ার পরই প্রধান কোচ ও তার সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘বিপিএলের খেলা শেষ হওয়ার পর আমরা তার সঙ্গে এ বিষয়ে বসব। কোচকে (চন্ডিকা হাথুরুসিংহে) আসতে দিন, তার সঙ্গেও আমাদের কথা বলতে হবে।’

উল্লেখ্য, বিপিএল শেষ হওয়ার তিনদিন পরই বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সঙ্গে যেখানে দুটি টেস্ট ম্যাচও রয়েছে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss