spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কাল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, তবে লাগাতে হবে ১০০ গাছ

করোনাভাইরাস সতর্কতায় আগামীকাল ১৭ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে মুজিব বর্ষের কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার ১০০টি গাছ লাগাতে হবে বলে জানান তিনি।

আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ সোমবারের পর থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনকি এ সময় কোচিং সেন্টারও অবশ্যই বন্ধ থাকবে। ছুটির এই সময় শিক্ষার্থীদের বাসায় থাকতে হবে।’

কাল ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিব বর্ষের অনুষ্ঠানের বিষয়ে মন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে আগেই মুজিব বর্ষের কর্মসূচি স্থগিত করা হয়েছে। শুধু গাছ লাগানোর বিষয় আছে। প্রধান শিক্ষক বা অন্য শিক্ষকেরা জমায়েত ছাড়া গাছ রোপণ কর্মসূচি নিশ্চিত করবেন।’

আরো পড়ুন: সম্পূর্ণ অটোমেশনের আওতায় আসছে আয়কর বিভাগ

তিনি আরও বলেন, ‘আগামীকালের কর্মসূচি হলো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের প্রতিষ্ঠানে অথবা প্রতিষ্ঠান সংলগ্ন উপযুক্ত স্থানে ১০০টি করে গাছ রোপণ করবেন। এর বাইরে শিক্ষাপ্রতিষ্ঠানের আর কোনো কর্মসূচি নেই।’

তবে গাছ রোপণ করতে গিয়ে যেন কোনো জনসমাগম না হয়, সে বিষয়টি খেয়াল রাখতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, ‘সামনে রমজান এবং গরমকালের ছুটি আছে। প্রয়োজন হলে সেই ছুটির সঙ্গে এখনকার ছুটি সমন্বয় করা হবে।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দীপু মনি বলেন, ‘আগামী ১ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরীক্ষা পেছানো হবে কি না, কাছাকাছি সময়ে তার সিদ্ধান্ত নেওয়া হবে।’

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss