spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাখাইনের ‘রাথিডং’ শহর দখলে নিলো আরাকান আর্মি

মিয়ানমারের রাখাইনে রাথিডং নামে আরও একটি শহর দখলে করেছে আরাকান আর্মি। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইরাবতী।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার (১৮ মার্চ) রাথিডং শহর আরাকান আর্মির দখলে নেয়। এর আগে, দুই সপ্তাহের তুমুল লড়াইয়ে টিকতে না পেরে জান্তা বাহিনীর অন্তত ২০০ সেনাসদস্য অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে গেছেন।

এদিকে, গত রোববার রাতে বাংলাদেশ সীমান্তের ওপারে রাখাইনে ৩৩ মিনিটে ২১টি মর্টার শেলের বিস্ফোরণ ঘটে। এতে কেঁপে ওঠে এপারের টেকনাফ সীমান্তের কয়েকটি গ্রাম।

আরাকান আর্মির বরাতে ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, জান্তাবাহিনী তাদের দখলে থাকা এলাকা নিয়ন্ত্রণে রাখতে কন্সক্রিপশন (সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য) আইনের আওতায় যোগ দেওয়া রোহিঙ্গাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। স্থল ও সমুদ্রপথের পাশাপাশি আকাশপথেও বোমাহামলা চালাচ্ছে। তবে রাথিডংয়ে টিকতে পারেনি জান্তা বাহিনী।

এতে আরও বলা হয়, আরাকান আর্মির বিরুদ্ধে প্রায় দুই সপ্তাহ ধরে চলা লড়াইয়ে হেরে জান্তার তিনটি আলাদা পদাতিক বাহিনীর সদর দপ্তরে মোতায়েন করা অন্তত দুই শ’ সেনা সদস্য নৌকাযোগে পালিয়েছেন। যাওয়ার সময় অস্ত্রশস্ত্র ফেলে গেছেন তারা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss