spot_img

২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

টেকনাফে দুই কাঠুরিয়াকে অপহরণ, ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে লাকড়ি আনতে গিয়ে দুই কাঠুরিয়া অপহরণের শিকার হয়েছেন। মুক্তিপণ হিসেবে তাদের কাছ থেকে ২০ লক্ষ টাকা দাবি করা হচ্ছে বলে অপহৃতদের পরিবার জানিয়েছে।

অপহৃতরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ডের বড়ডেইল এলাকার পেঠান আলির ছেলে মো. আব্দুল্লাহ (৩২) ও একই এলাকার মৃত মুজাহার মিয়ার ছেলে আক্তার হোসেন (৩৬)।

সোমবার (৩ জুন) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম।

ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহ ও আক্তার হোসেন নামের দুই কাঠুরিয়া পাহাড়ে জ্বালানি লাকড়ির জন্য গেলে অপহরণকারীদের কবলে পড়েন। এবং তাদেরকে ফেরত পেতে অপহৃত ভুক্তভোগীদের মোবাইল থেকে ফোন করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে ফোন করা হচ্ছে বলে তিনি জানান।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss