spot_img

২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নোয়াখালীতে বাবার মৃত্যুর আধাঘন্ট পর মেয়ের আত্মহত্যা

নোয়াখালীর সদর উপজেলায় বাবার রহস্যজনক মৃত্যুর আধাঘন্ট পর গলায় ফাঁস দিয়ে এক মেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে। বুধবার (৫ জুন) সকালে নোয়াখালীর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উকিল পাড়ার নরেশ চন্দ্র দের বাড়িতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরের দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাবা-মেয়ের লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহতরা হলেন নোয়াখালীর পৌরসভার ২নম্বর ওয়ার্ডের উকিল পাড়ার নরেশ চন্দ্র দে (৫০) ও তার মেয়ে তিশা দে (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নরেশ চন্দ্রের মেয়ে তিশা ফেনীর একটি কলেজে পড়াশুনা করত। পড়ালেখা অবস্থায় সে এক মুসলিম যুবককে বিয়ে করে। বিষয়টি তার বাবা জানতে পেরে তাকে ফেনী থেকে নোয়াখালীর জেলা শহর মাইজদীর নিজ বাড়িতে নিয়ে আসে। মঙ্গলবার রাতে মেয়েকে তার মুসলিম স্বামীর সাথে সব সম্পর্ক ছিন্ন করতে বুঝানোর চেষ্টা করেন বাবা নরেশ। কিন্তু মেয়ে তিশা তার স্বামীর সাথে সম্পর্ক রাখতে অনড় ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নিহতের ছোট ছেলে স্কুলে যাওয়ার সময় বাবা নরেশের কাছে টাকা চাইতে গেলে তার নিথর দেহ দেখতে পায়।পরে তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসে। তিশা বাবার এ অবস্থা দেখে পরিবারের সদস্যদের অগোচরে আলাদা একটা কক্ষ গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটির সুরতহাল সম্পন্ন করে।

সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি ইনকিলাবকে বলেন, নরেশ কিডনিজনিত রোগী ছিলেন। তিনি বাসায় ডায়ালাইসিস করতেন। তার মেয়ে ফেনী মেডিকেলে পড়ত। সেখানে একজন মুসলিম ছেলেকে বিয়ে করে। বিষয়টি তিনি ভালোভাবে নেননি।

ওসি রনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, এসব বিষয় নিয়ে সৃষ্ট জটিলতার একপর্যায়ে মেয়েটির বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। পরে মেয়েটিও আত্মহত্যা করেন। বিকেল ৪টার দিকে লাশ দুটি পোস্ট মর্টেমের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss