spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাত পেরোলেই পর্দা উঠছে কোপা আমেরিকার, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

রাত পেরোলেই শুরু হতে যাচ্ছে লাতিন অঞ্চলের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। শুক্রবার (২১ জুন) ভোর ৬টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আার্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে।

৪৮তম আসরটিতে দক্ষিণ আমেরিকার ১০টি ও উত্তর আমেরিকার ৬টি দেশ অংশ নেবে। যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যের ১৪টি ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট।

সাধারণত দক্ষিণ আমেরিকাতেই অনুষ্ঠিত হয়ে থাকে এই টুর্নামেন্ট। কিন্তু ২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ফলে বিশ্বকাপ সামনে রেখে কোপার এই টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে।

 

২০২৪ কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি:

‘এ’ গ্রুপ- আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা
‘বি’ গ্রুপ- মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা
‘সি’ গ্রুপ- যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
‘ডি’ গ্রুপ: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা

 

দিন  তারিখ বাংলাদেশ সময় ম্যাচ ভেন্যু
শুক্র, ২১ জুন ২০২৪ সকাল ৬টা আর্জেন্টিনা বনাম কানাডা জর্জিয়া
শনি, ২২ জুন ২০২৪ সকাল ৬টা পেরু বনাম চিলি টেক্সাস
রবি, ২৩ জুন ২০২৪ ভোর ৪টা ইকুয়েডর-ভেনেজুয়েলা ক্যালিফোর্নিয়া
রবি, ২৩ জুন ২০২৪ সকাল ৭টা মেক্সিকো-জ্যামাইকা টেক্সাস
সোম, ২৪ জুন ২০২৪ ভোর ৪টা যুক্তরাষ্ট্র বনাম বলিভিয়া টেক্সাস
সোম, ২৪ জুন ২০২৪ সকাল ৭টা উরুগুয়ে বনাম পানামা ফ্লোরিডা
মঙ্গল, ২৫ জুন ২০২৪ ভোর ৪টা কলম্বিয়া বনাম প্যারাগুয়ে টেক্সাস
মঙ্গল, ২৫ জুন ২০২৪ সকাল ৭টা ব্রাজিল বনাম কোস্টারিকা ক্যালিফোর্নিয়া
বুধ, ২৬ জুন ২০২৪ ভোর ৪টা পেরু বনাম কানাডা  কানসাস
বুধ, ২৬ জুন ২০২৪ সকাল ৭টা চিলি বনাম আর্জেন্টিনা নিউ জার্সি
বৃহস্পতি, ২৭ জুন ২০২৪ ভোর ৪টা ইকুয়েডর বনাম জ্যামাইকা নেভাডা
বৃহস্পতি, ২৭ জুন ২০২৪ সকাল ৭টা ভেনেজুয়েলা বনাম মেক্সিকো ক্যালিফোর্নিয়া
শুক্র, ২৮ জুন ২০২৪ ভোর ৪টা পানামা বনাম যুক্তরাষ্ট্র  জর্জিয়া
শুক্র, ২৮ জুন ২০২৪ সকাল ৭টা উরুগুয়ে বনাম বলিভিয়া নিউ জার্সি
শনি, ২৯ জুন ২০২৪ ভোর ৪টা কলম্বিয়া বনাম কোস্টারিকা অ্যারিজোনা
শনি, ২৯ জুন ২০২৪  সকাল ৭টা প্যারাগুয়ে বনাম ব্রাজিল নেভাডা
রবি, ৩০ জুন ২০২৪ সকাল ৬টা আর্জেন্টিনা বনাম পেরু ফ্লোরিডা
রবি, ৩০ জুন ২০২৪ সকাল ৬টা কানাডা বনাম চিলি ফ্লোরিডা
সোম, ১ জুলাই ২০২৪  সকাল ৬টা মেক্সিকো বনাম ইকুয়েডর অ্যারিজোনা
সোম, ১ জুলাই ২০২৪ সকাল ৬টা জ্যামাইকা বনাম ভেনেজুয়েলা টেক্সাস
মঙ্গল, ২ জুলাই ২০২৪ সকাল ৭টা বলিভিয়া বনাম পানামা ফ্লোরিডা
মঙ্গল, ২ জুলাই ২০২৪ সকাল ৭টা  যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ে মিসৌরি
বুধ, ৩ জুলাই ২০২৪ সকাল ৭টা ব্রাজিল বনাম কলম্বিয়া ক্যালিফোর্নিয়া
বুধ, ৩ জুলাই ২০২৪     সকাল ৭টা কোস্টারিকা বনাম প্যারাগুয়ে টেক্সাস

কোয়ার্টার ফাইনাল

দিন  তারিখ বাংলাদেশ সময় ম্যাচ ভেন্যু
শুক্র, ৫ জুলাই ২০২৪ সকাল ৭টা এ ১ বনাম বি ২ টেক্সাস
শনি, ৬ জুলাই ২০২৪ সকাল ৭টা বি ১ বনাম এ ২ টেক্সাস
রবি, ৭ জুলাই ২০২৪ ভোর ৪টা সি ১ বাম ডি ২ নেভাডা
রবি, ৭ জুলাই ২০২৪ সকাল ৭টা ডি ১ বনাম সি ২ অ্যারিজোনা

সেমিফাইনাল

দিন  তারিখ বাংলাদেশ সময় ম্যাচ ভেন্যু
বুধ, ১০ জুলাই ২০২৪  সকাল ৬টা কো. ফাইনাল ১ জয়ী বনাম কো. ফাইনাল ২ জয়ী নিউ জার্সি
বৃহস্পতি, ১১ জুলাই ২০২৪ সকাল ৬টা  কো. ফাইনাল ৩ জয়ী বনাম কো. ফাইনাল ৪ জয়ী নর্থ ক্যারোলিনা

তৃতীয় স্থান নির্ধারণী

দিন  তারিখ বাংলাদেশ সময় ম্যাচ ভেন্যু
রবি, ১৪ জুলাই ২০২৪     সকাল ৬টা সেমিফাইনালে পরাজিত দুই দল নর্থ ক্যারোলিনা

ফাইনাল

দিন  তারিখ বাংলাদেশ সময় ম্যাচ ভেন্যু
সোম, ১৫ জুলাই ২০২৪  সকাল ৬টা দুই সেমিফাইনাল জয়ী দল ফ্লোরিডা

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss