spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

যুক্তরাজ্যে বিবিসির সাংবাদিকের স্ত্রী-দুই কন্যাকে হত্যা, গ্রেপ্তার ১

যুক্তরাজ্যে বিবিসির সাংবাদিক জন হান্টের স্ত্রী এবং তার দুই মেয়েকে হার্ডফোর্ডশায়ারের বুশে শহরে তার বাড়িতে হত্যা করা হয়েছে। তিনি বিবিসির রেসিং বিভাগের জনপ্রিয় ধারাভাষ্যকার। এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবারের ওই হামলার ঘটনায় জন হান্টের স্ত্রী ক্যারল হান্ট (৬১), তার দুই মেয়ে হান্না হান্ট (২৮) এবং লুইস হান্ট (২৫) ঘটনাস্থলেই মারা যান।

এই ঘটনায় কাইল ক্লিফোর্ড (২৬) নামে এক ব্যক্তিকে উত্তর লন্ডনের একটি কবরস্থানের কাছে আহত অবস্থায় আটক করা হয়েছে। সন্দেহভাজন এই ব্যক্তি দুই বছর আগে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন বলে জানা গেছে।

হার্টফোর্ডশায়ার এবং উত্তর লন্ডনে ব্যাপক তল্লাশির পরে বুধবার বিকেলে পুলিশ অফিসাররা লন্ডনের এনফিল্ড এলাকায় ক্লিফোর্ডকে খুঁজে পান।

পুলিশের বিশ্বাস, গত মঙ্গলবার সন্ধ্যায় চালানো এই আক্রমণটি ছিল টার্গেটেড এবং ক্রসবো (ধনুকের মতো অস্ত্র) ও সেইসাথে সম্ভবত অন্যান্য অস্ত্র দিয়ে করা হয়েছিল।

হার্টফোর্ডশায়ার পুলিশ বলেছে, পুলিশ ‘কোনও গুলিবর্ষণ ছাড়াই’ কাইল ক্লিফোর্ডকে গ্রেপ্তার করেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করার পর এখন চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে একসঙ্গে তিনজনের হত্যাকাণ্ডের এই ঘটনায় জন হান্টের পরিবার এবং তার কর্মস্থল বিবিসিসহ যুক্তরাজ্যের সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হত্যাকাণ্ডের শিকার নারীদের সঙ্গে ক্লিফোর্ডের পূর্বপরিচয় ছিল কি না তা এখনও নিশ্চিত নয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss