spot_img

৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সোমবার দেশে আসবে শাফিনের মরদেহ, দাফন মঙ্গলবার

ব্যান্ড কিংবদন্তি শাফিন আহমেদের মরদেহ সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় দেশে আসার কথা রয়েছে। পরদিন মঙ্গলবার (৩০ জুলাই) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে নামাজে জানাজা। এরপর বনানী কবরস্থানে হবে দাফন।

শাফিনের পারিবারিক সূত্রে জানা গেছে এসব তথ্য। পরিবার থেকে জানানো হয়, ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় দেশে আসার কথা রয়েছে মরদেহ। পরদিন মঙ্গলবার (৩০ জুলাই) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে নামাজে জানাজা। এরপর বনানী কবরস্থানে হবে দাফন। যেখানে শায়িত আছেন শাফিন আহমেদের বাবা সংগীতগুরু কমল দাশ গুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম।

পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কুলখানির বিষয়েও। শাফিন আহমেদের আত্মার মাগফেরাত কামনায় কুলখানি হবে শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।

যুক্তরাষ্ট্র প্রবাসীদের গান শোনাতে গত ৯ জুলাই ঢাকা থেকে উড়ে গেছেন শাফিন আহমেদ। দ্বিতীয় কনসার্ট ছিল ২০ জুলাই, ভার্জিনিয়ায়। সেই শোয়ের মঞ্চে ওঠার খানিক আগেই হোটেলরুমে লুটিয়ে পড়েন ৬৩ বসন্তের এই রকার। হাসপাতালে ভর্তি, লাইফ সাপোর্ট এবং ২৫ জুলাই বাংলাদেশ সময় ঠিক ভোর ৬টা ৯ মিনিটে পাড়ি জমান না ফেরার দেশে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss