সাম্প্রতিকসময়ে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে ফেনী ও আশপাশের অঞ্চল। মৃত্যুবরণ করেছে অনেক মানুষ এবং পানির নিচে নিমজ্জিত ছিল অধিকাংশ ঘর। বন্যার জলে ভেসে গেছে ফসলি জমি, পুকুরের মাছ, গবাদিপশু সর্বোপরি মানুষের সহায়-সম্বল। এই দুযোর্গকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ এর খ্যাতনামা পোশাকশিল্প প্রতিষ্ঠান ফোর এইচ গ্রুপ।
গত ২৫ ও ২৬ আগস্ট ফেনী জেলার ছাগলনাইয়া, পরশুরাম ও সদর থানায় ১০১৭ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে। ছাগলনাইয়া উপজেলার শুভপুর, রাধানগর ও পৌরসভা এলাকায়, সদর উপজেলার কাজীরবাগ ও আলোকদিয়া ইউনিয়নে এবং পরশুরামে সেনাবাহিনীর মাধ্যমে কবি শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিড়া, খেজুর, গুঁড়, বিস্কুট, গ্যাস লঅইট, মোমবাতি, ওরস্যালাইন, বিভিন্ন ধরনের ওষুধ, স্যানিটারী ন্যাপকিন, সয়াবিন তেল এবং বোতলজাত পানি।
এছাড়া, ২০০ জন্য শিশুর জন্য ২০০ প্যাকেট সেরেলাক প্রদান করা হয়
ফোর এইচ গ্রুপ এর পক্ষ থেকে ফেনী জেলার বানভাসী মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে।
কাপড়ের মধ্যে ছিল পুরুষের কাপড় (শার্ট, প্যান্ট, গেঞ্জি), মহিলাদের কাপড় (শাড়ি, ত্রিপিচ) এবং বাচ্চাদের কাপড় (গেঞ্জি, প্যান্ট, রাম্পার)।
উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ফোর এইচ গ্রুপের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান। তার সাথে স্বেচ্ছাসেবায় নিয়োজিত ছিলেন আরো ১৬ জন ব্যক্তি।
ফেনী জেলার পরশুরাম থানায় পানির পরিমাণ বেশি থাকা এবং বিভিন্ন এলাকা দুর্গম হওয়ায় সুষ্ঠভাবে পরিচালনার জন্য কবি সামশুন্নাহার উচ্চ বালিকা বিদ্যালয়, সেনাবাহিনী ক্যাম্প এর কর্মকর্তা মো: হৃদয় এর হাতে ফোর এইচ গ্রপ এর পক্ষ থেকে ৪৩০ ব্যাগ ত্রাণ তুলে দেওয়া হয়।
চস/স