spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

টাইফুন ইয়াগি: ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭

উত্তর ভিয়েতনামে টাইফুন ইয়াগির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নিহতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।-এএফপি

দেশটির কৃষি মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ কর্মকর্তারা এক দাপ্তরিক রিপোর্টে বলেছেন, এখনও ১২৮ জন নিখোঁজ রয়েছেন এবং আড়াই লাখ হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ইয়াগি ৩০ বছরের মধ্যে উত্তর ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন।

গত শনিবার ঘণ্টায় ১৪৯ কিলোমিটারের (৯২ মাইল) বেশি গতিবেগে আঘাত হানার পর টাইফুনটি অনেক সেতু ভেঙে দিয়েছে, ভবনের ছাদে ফাটল ধরিয়েছে এবং বহু কল-কারখানা ক্ষতিগ্রস্ত করেছে।

এর ফলে দেশটির উত্তরাঞ্চল মারাত্মক বন্যার কবলে পড়েছে, বেশ কয়েকটি জনপদ আংশিকভাবে পানির নিচে রয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে সরে যেতে বাধ্য হয়েছে। অনেকে বিদ্যুৎ বিচ্ছিন্নতার সঙ্গে লড়াই করছে।

হ্যানয়ের উপকণ্ঠে একটি এলাকায় ১৫ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানান, কৃষকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ১৫ লাখ হাঁস-মুরগির পাশাপাশি ২৫০০ শূকর, মহিষ ও গরু মারা গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss